নতুন নির্বাচন দিতে মাদুরোর ওপর ইউরোপের চাপ

321

আর্ন্তজাতিক ডেস্ক: আট দিনের মধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নতুন নির্বাচন দেয়ার জন্য চাপ সৃষ্টি করেছে ইউরোপের দেশ ফ্রান্স, স্পেন ও জার্মানি। এসব দেশ বলেছে, এর ব্যত্যয় ঘটলে স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গুয়াইডোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেবে তারা।

গত মে মাসে লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় সাধারণ নির্বাচনে জয়লাভের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন মাদুরো। চলতি মাসের শুরুতে শপথ নেন বামপন্থি এ রাজনীতিক। তবে বিরোধীরা প্রথম থেকেই কারচুপির অভিযোগ তুলে নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে। দেশের যখন এই অবস্থা তখন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছেন হুয়ান গুয়াইডো।মাদুরোবিরোধী বিক্ষোভ তুঙ্গে ওঠার পর গত বুধবার নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন ৩৫ বছর বয়সী নেতা হুয়ান গাইডো। সঙ্গে সঙ্গে তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ আফ্রিকার কিছু দেশ। এর বিরুদ্ধে অবস্থান নেয় রাশিয়া, চীন, ইরান ও তুরস্ক সহ আরো কিছু দেশ।

Leave A Reply

Your email address will not be published.