যুক্তরাষ্ট্র এবার দূর পাল্লার কামান বানাচ্ছে যে কারণে!

289

আর্ন্তজাতিক ডেস্ক: চীনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে এবার ১০০০ মাইল পাল্লার কামান তৈরির কাজ করবে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার মার্কিন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, আন্তঃমহাদেশীয় একটি ব্যালাস্টিক মিসাইল উৎক্ষেপনের সফল পরীক্ষা চালাল চীন। ভূগর্ভস্থ বাঙ্কার বা প্রাচীর থেকে শত্রুকে আঘাত করতে সক্ষম এই মিসাইল। তবে এই পরীক্ষা ঠিক কোথায় বা কখন চালানো হয়েছে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি দেশটির গণমাধ্যম।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, সম্প্রসারিত-পাল্লার কামান বা ইআরসিএ নিয়ে মার্কিন সেনাবাহিনী পরীক্ষা-নিরীক্ষা করছে। পদাতিক বাহিনীকে সমর্থন যোগানোর জন্য মহাকামান দিয়ে কৌশলগত হামলা চালানো যাবে। নিজে আক্রান্ত না হয়ে শত্রুর ওপর হামলার কথাই যুদ্ধের সময়ে ভাবা হয় বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, সম্প্রতি চীন জানিয়েছে, পরমাণু বা বাঙ্কার বিধ্বংসী বোমা এবং শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগামী হাইপারসনিক মারণাস্ত্রের হামলা ঠেকানোর জন্য ‘ইস্পাতের ভূগর্ভস্থ মহাপ্রাচীর’ তৈরি করেছে চীন।

Leave A Reply

Your email address will not be published.