আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক মিসাইলের সফল পরীক্ষা চীনের

284

আর্ন্তজাতিক ডেস্ক: আন্তঃমহাদেশীয় একটি ব্যালাস্টিক মিসাইল উৎক্ষেপনের সফল পরীক্ষা চালাল চীন। ভূগর্ভস্থ বাঙ্কার বা প্রাচীর থেকে শত্রুকে আঘাত করতে সক্ষম এই মিসাইল। তবে এই পরীক্ষা ঠিক কোথায় বা কখন চালানো হয়েছে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি দেশটির গণমাধ্যম।

কম্পিউটারভিত্তিক এ মহড়ায় কাল্পনিক শত্রুর বিরুদ্ধে মিসাইল ছোঁড়া হয়। দেশটির পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্ট্র্যাটেজিক অ্যান্ড টেকটিক্যাল মিসাইল বিভাগের পরিচালনাকারী ইউনিট রকেট ফোর্স এ পরীক্ষা চালায়। তিন বছর আগে রকেট ফোর্স প্রতিষ্ঠা করে পিএলএ। প্রেসিডেন্ট শি জিনপিং দেশের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে চাচ্ছিলেন। এ কারণেই মূলত রকেট ফোর্স প্রতিষ্ঠা করা হয়।

এর আগে বলা হয়েছে, পরমাণু বা বাঙ্কার বিধ্বংসী বোমা এবং শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগামী হাইপারসনিক মারণাস্ত্রের হামলা ঠেকানোর জন্য ‘ইস্পাতের ভূগর্ভস্থ মহাপ্রাচীর’ তৈরি করেছে চীন।

Leave A Reply

Your email address will not be published.