এই ভোটের সম্মান আমি রক্ষা করবো : শেখ হাসিনা
ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে, এই ভোটের সম্মান আমি রক্ষা করবো। দেশের মানুষ যে বিশ্বাস রেখেছে, তার মর্যাদা জীবন দিয়ে হলেও রক্ষা করবো।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন শেখ হাসিনা।
এসময় তিনি বলেন, আমার ব্যক্তিগত কোনও চাওয়া পাওয়া নেই। স্বজন হারানো বেদনা নিয়েও এ দেশকে গড়ে তুলবো- যে বাংলাদেশে একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, গৃহহীন থাকবে না। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ ।
বাংলাদেশের জনগণ বারবার ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছেন উল্লেখ করে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ গড়ে তুলতে হবে। রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি কী পেলাম, না পেলাম, সেটা কোনও বড় কথা নয়। মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ নিয়েই দেশ সেবা করে যাচ্ছি, করে যাব।
শেখ হাসিনা আরও বলেন, ‘আমি সহযোগিতা চাই দেশের মানুষের কাছে। আসুন, আমাদের বর্তমানকে উৎসর্গ করি ভবিষ্যতের প্রজন্মের জন্য।’
এর আগে বেলা তিনটায় সমাবেশ মঞ্চে আসেন শেখ হাসিনা। বেলা আড়াইটাই সমাবেশ শুরু হবার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হতে থাকে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুুল ইসলাম আমিনের সঞ্চলনায় জনসভা শুরু হয়। দলের বিভিন্ন ইউনিট ছাড়াও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীরা এ মহাসমাবেশে অংশ নেয়।
৩০ ডিসেম্বর তৃতীয় মেয়াদে সরকার গঠনের রেকর্ড করলেও বিজয় মিছিল না করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। কিন্তু বিজয় আনন্দ থেকে নেতাকর্মীদের বঞ্চিত করতে চায় না আওয়ামী লীগের হাইকমান্ড। তাই সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশে করার ঘোষণা দেয় দলটি। বিজয় সমাবেশ থেকে দেশবাসীর কৃতজ্ঞতা জানিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।