মমতাজের কণ্ঠে যে গান শুনে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

318

ঢাকা: বিজয় সমাবেশের মূল সভামঞ্চে বসেছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। পাশের সাংস্কৃতিক মঞ্চে গান গাইছিলেন এমপি মমতাজ বেগম। জনপ্রিয় ফোক শিল্পীর গানটি শুনে তালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

মমতাজের নতুন এই গানের শিরোনাম ছিল, ‘সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই ভালা’। গানের কথাগুলো ছিল, ‘বাড়ি বাড়ি মিষ্টি বিলায় মিয়া ভাইয়ের শালা/ সব নেতার চাইতে আমার শেখ হাসিনা ভালা/ সব মার্কার চেয়ে আমার নৌকা মার্কা ভালা।’

মমতাজের গানের পরপরই ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গানে মুখরিত হয় পুরো  সোহরাওয়ার্দী উদ্যান।

৩০ ডিসেম্বর তৃতীয় মেয়াদে সরকার গঠনের রেকর্ড করলেও বিজয় মিছিল না করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। কিন্তু বিজয় আনন্দ থেকে নেতাকর্মীদের বঞ্চিত করতে চায় না আওয়ামী লীগের হাইকমান্ড। তাই সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশে করার ঘোষণা দেয় দলটি।

Leave A Reply

Your email address will not be published.