সুদানে সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ২৪

264

আর্ন্তজাতিক ডেস্ক: সুদানে গত মাস থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় এ পর্যন্ত ২৪ জন মারা গেছে।

শনিবার এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।আফ্রিকার দারিদ্র্যপীড়িত এ দেশটিতে রুটির দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ১৯ ডিসেম্বর থেকে দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ওমর আল-বশিরের পদত্যাগের দাবি করছে।

এই সহিংসতার তদন্তকারী প্রসিউিটর অফিস মনোনীত প্যানেলের প্রধান আমের ইবরাহীম বলেন, ‘১৯ ডিসেম্বর থেকে এ পর্যন্ত বিক্ষোভের ঘটনায় মোট ২৪ জন প্রাণ হারিয়েছে।’

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, চলমান বিক্ষোভে দুই নিরাপত্তাকর্মীসহ ২২ জন নিহত হয়েছে।

ইবরাহীম বলেন, গাদারাফ হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় আরো দুই জন বিক্ষোভকারী মারা গেছে।

এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, বিক্ষোভকালে সংঘর্ষে শিশু ও চিকিৎসা কর্মীসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে।

বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন শহরে কয়েকশ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কিন্তু দাঙ্গা পুলিশ ও নিরাপত্তা কর্মীরা কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মানবাধিকার সংগঠনগুলো ও ইউরোপীয় ইউনিয়ন জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়। সূত্র: ইএনসিএ

Leave A Reply

Your email address will not be published.