সিঙ্গাপুর যাচ্ছেন ড. কামাল হোসেন

349

ঢাকা: চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আগামী ২০ জানুয়ারি তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন । দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, এসময় ড. কামাল হোসেনের সবগে থাকবেন তার স্ত্রী হামিদা হোসেন। শারীরিক চেকআপ করিয়ে ২৫ জানুয়ারি পুনরায় তার দেশে ফেরার কথা রয়েছে।গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, নিয়মিত চেকআপের জন্য প্রতিমাসে ড. কামাল হোসেন সিঙ্গাপুর যান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রায় দুই মাস তিনি শারীরিক চেকআপ করাতে যেতে পারেননি। শিগগিরই তিনি আবার সিঙ্গাপুর যাবেন।

Leave A Reply

Your email address will not be published.