‘জনপ্রশাসন মন্ত্রণালয় হবে কেন্দ্রবিন্দু’

320

ঢাকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এই মন্ত্রণালয় অন্য সব মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ। গত ১০ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় হবে কেন্দ্রবিন্দু। অন্য মন্ত্রণালয় এই মন্ত্রণালয়কে অনুসরণ করবে। 

আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জনপ্রশাসনকে আরো গতিশীল করতে সহযোগিতা চেয়েছেন।   প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সিনসিয়ারলি কাজ করার জন্য মন্ত্রিসভার সদস্যদের নির্দেশনা দিয়েছেন যেন দুর্নীতিমুক্ত জনপ্রশাসন গড়তে পারি। মাদকের বিরুদ্ধেও প্রধানমন্ত্রী সোচ্চার। কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আমাদের যে নির্দেশনাগুলো থাকবে, বিশেষ করে রাজনৈতিক সিদ্ধান্ত যেগুলো থাকবে, সরকারের সিদ্ধান্ত। সে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা অবশ্যই আন্তরিকতা দেখাবেন, যাতে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি।

Leave A Reply

Your email address will not be published.