‘আগামী পাঁচ বছর সরকারের জন্য কঠিন পরীক্ষার সময়’

356

এবারের নির্বাচনে ২০০৮ সালের চেয়েও বেশি ভোট পড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী পাঁচ বছর সরকারের জন্য কঠিন পরীক্ষার সময়। যে যাত্রা শুরু করেছি তা এগিয়ে নিতে হবে। 

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।  সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, নমিশেন ট্রেড এবং অকশন করে তারা জয়ী হবে কিভাবে? জনগণ তাদের ভোট দেয়নি। এছাড়া আন্দোলনে যারা ব্যর্থ তারা কখনও নির্বাচনে জয়ী হতে পারে না। 

Leave A Reply

Your email address will not be published.