গ্যাবন সৈন্যদের জাতীয় পরিষদ গঠনের ঘোষণা, রাজধানীতে গুলির শব্দ
আর্ন্তজাতিক ডেস্ক: গ্যাবন সৈন্যরা সোমবার রাষ্ট্রীয় বেতার কেন্দ্রে একটি ‘জাতীয় উদ্ধার পরিষদ’ গঠনের ঘোষণা দিয়েছে। এদিকে দেশটির অসুস্থ প্রেসিডেন্ট মরক্কোতে ক্রমেই সেরে উঠছেন।
এএফপি’র এক সংবাদদাতা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর কেন্দ্রস্থলে রাষ্ট্রীয় বেতার কেন্দ্রের চারদিক থেকে গুলির শব্দ শোনা যায় এবং এ কেন্দ্রের প্রবেশ পথ সামরিক গাড়ি বহর দিয়ে বন্ধ করে দেয়া হয়।