প্রযুক্তির কারণে ৯০ লাখ মানুষ চাকরি হারাবে ব্রিটেনে

292

আর্ন্তজাতিক ডেস্ক: আগমী ১০ বছরে ব্রিটেনে ৯০ লাখ মানুষ বেকার হবে। রোবট প্রযুক্তির উন্নতির কারণে দেশটির বিশাল সংখ্যক মানুষ বেকারত্বের শিকার হবে। এর মধ্যে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান, পণ্য উপাদন খাত এবং ব্যবসায়ীক সেবা খাতের কর্মীরা বেশি বেকার হবে।

ব্রিটেনের কর্মসংস্থান ও পেনশন বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে ২০৩০ সালের মধ্যে ব্রিটেনে মোট ৮৮ লাখ ২০ হাজার ৫৪৫ জন চাকরিজীবী বেকার হতে পারে।। বর্তমানে রোবট প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানগুলো রোবট ব্যবহারের দিকে ঝুঁকছে। তাছাড়া রোবট ব্যবহারে খরচ কম হওয়ায় মানুষের বেকার হওয়ার ঝুঁকি বেশি বলে আশঙ্কা করছেন বেশ্লষকরা।

Leave A Reply

Your email address will not be published.