অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রের আকাশ-নিরাপত্তা হুমকির মুখে

319

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন সরকারের অচলাবস্থার কারণে দেশটির আকাশ-নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লেখা খোলা চিঠিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে আমেরিকার এয়ার লাইন পাইলটস অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল বা এএলপিএ।

আমেরিকার প্রায় ৩২টি বেসামরিক বিমান সংস্থার ৬১ হাজার পেশাদার পাইলটদের এ সংগঠন চলমান অচলাবস্থার কারণে সৃষ্ট নিরাপত্তা হুমকির বিশদ বিবরণ তুলে ধরেছে চিঠিতে। এছাড়া, একই কারণে বেসামরিক বিমান চলাচল খাতে নিয়োজিত মার্কিন ফেডারেল কর্মীদের দুর্দশার কথা খোলা চিঠিতে তুলে ধরা হয়। অচলাবস্থার কারণে তারা কাজে যোগ দিতে পারছে না একই সঙ্গে খাদ্য, বাসস্থান এবং পরিবহন মৌলিক চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, ট্রাম্পের সৃষ্ট মার্কিন সরকারের অচলাবস্থা সাধারণ যাত্রী এবং বিমানকর্মীদেরকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। সূত্র: পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.