অনলাইনে পাওয়া যাবে বাণিজ্য মেলার টিকিট, দাম ৩০ টাকাই

247

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯ শুরু হচ্ছে আগামীকাল বুধবার। এবছর মেলায় আগত দর্শনার্থীরা দুইভাবে প্রবেশ টিকিট সংগ্রহ করতে পারবেন। লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের পাশাপাশি এবারই প্রথম অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করেছে আয়োজক কর্তৃপক্ষ। ফলে দর্শনার্থীরা যেকোনও স্থান থেকে এই টিকিট কিনতে পারবেন। মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করা যাবে।

মঙ্গলবার বাণিজ্য মেলা প্রাঙ্গণে টিকিট সংগ্রহের এই ডিজিটাল সেবার উদ্বোধন করেন নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সাধারণভাবে বাণিজ্য মেলায় প্রবেশ মূল্য রাখা হয়েছে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ৩০ টাকা আর অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ২০ টাকা। অনলাইনেও একই টাকা নির্ধারণ করা হয়েছে। তবে চার্জ হিসেবে দর্শনার্থীকে ২.৩০ টাকা বাড়তি হিসেবে দিতে হবে।

অনলাইনে টিকিট কাটবেন কীভাবে? প্রথমে মোবাইল ফোন বা কম্পিউটার থেকে www.e-dift.com প্রবেশ করে নির্দিষ্ট তথ্য দিয়ে গ্রাহককে ৩টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথম ধাপে আপনার কয়টি টিকিট প্রয়োজন তা উল্লেখ করতে হবে। দ্বিতীয় ধাপে আপনার ঠিকানা দিতে হবে। যার মাধ্যমে আপনার নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। এরপর তৃতীয় ধাপে টাকা পরিশোধ করতে হবে। এটা শেষ হলেই আপনার টিকিট কনফার্ম হয়ে যাবে।

কিন্তু টাকা পরিশোধ হবে কীভাবে? বাণিজ্য মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, দুইভাবে টাকা পরিশোধ করা যাবে। একটি হলো মোবাইল ব্যাংকিং বিকাশ; আরেকটি ডেবিট বা ক্রেডিট কার্ড। এছাড়া নির্দেশনা মোতাবেক গুগল প্লে-স্টোর থেকে E-DTIF অ্যাপ ডাউনলোড করেও সেখান থেকে টিকিট ক্রয় করা যাবে।  

Leave A Reply

Your email address will not be published.