প্রথমদিনে বাইকে চড়ে অফিসে গেলেন পলক

247

ঢাকা: ন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার পর প্রথমদিনে বাইকে চড়ে অফিসে গেলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার দুপুরের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাইকে চড়ে অফিসে যাওয়ার ছবি শেয়ার করেন। এতে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সবাইকে চমক দিয়েছেন।

ফেসবুকে ছবির ক্যাপশন তিনি লেখেন- ‘বাইকে চড়ে প্রথম দিন অফিসে…’।

দুটি ছবিতেই তার মাথায় হেলমেট না থাকার কারণে সমালোচনা করেছেন অনেকেই। অবশ্য একটি ছবিতে দেখা যাচ্ছে হেলমেট পরিহিত।

সমালোচনার মধ্যে একজন লেখেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ না। মহামান্য মন্ত্রী সাহেব, পরের বার দয়া করে হেলমেট পরবেন। দুর্ঘটনা আপনারও হতে পারে।’

হেলমেট না থাকার বিষয়ে পলকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যাওয়ার জন্য আমি যে বাইকের সাহায্য নিয়েছি, তার কাছে কোনো বাড়তি হেলমেট ছিল না।’

প্রথমদিনে বাইকে করে অফিসে যাওয়ার বিষয়ে পলক বলেন, ১২টার সময় পূর্বনির্ধারিত সভা ছিল আইসিটি বিভাগে। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পর সংসদে নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে আগারগাঁও যাওয়ার সময় আমি জ্যামে পড়ি। তখন একটি মোটরসাইকেলে লিফট নিই। তারপরও ১৫ মিনিট দেরি হয়েছে।

তিনি বলেন, নতুন বছরে আমার নতুন রেজ্যুলেশন, একটু সময়ও যেন অপচয় না হয়, প্রতিটি কাজ যেন সময় মতো করতে পারি। এ জন্য বাইকে করে অফিসে যাওয়া।

হেলমেট পরিহিত জুনাইদ আহমেদ পলক

এরআগে সোমবার বঙ্গভবনে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বঙ্গভবনে শপথ গ্রহণ করলাম। সবার দোয়া ও সহযোগিতা কামনা করি। আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আমার প্রিয় সিংড়াবাসী, আমার দলের সকল পর্যায়ের সকল নেতাকর্মী ভাইবোনসহ আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী সকলের কাছে আমি কৃতজ্ঞ।’

Leave A Reply

Your email address will not be published.