চীনকে দমাতে সর্বাধুনিক যুদ্ধবিমান ভারতের!

347

আর্ন্তজাতিক ডেস্ক: সম্প্রতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীনের সম্পর্ক। এদিকে, সামরিক ক্ষেত্রে পাকিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীন। তাই চীনকে দমাতে সর্বাধুনিক যুদ্ধবিমান কিনছে ভারত!

জানা গিয়েছে, চলতি বছরে সেপ্টেম্বরে ভারতের হাতে সর্বাধুনিক যুদ্ধবিমান রাফায়েল আসবে। যদিও হাতে আসলেও ব্যবহার করতে পারবে না দেশটির বিমান বাহিনী। মাস খানেক ধরে ওই যুদ্ধবিমানের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। ভারতের বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২০২০ সালের দিকে চারটি রাফায়েল যুদ্ধবিমান মোতায়েন করা হবে আম্বালা ঘাঁটিতে। ওই ঘাঁটি পাকিস্তানের খুব কাছে। ফলে যেকোন মুহূর্তে এবং অপ্রীতিকর অবস্থায় রাফায়েল ব্যবহার করা যাবে। কলকাতা টুয়েন্টিফোর।

Leave A Reply

Your email address will not be published.