পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বে মুহিতের ছোট ভাই মোমেন

309

ঢাকা: একাদশ জাতীয় সংসদে নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে একে এম আবদুল মোমেনকে।‎ এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এ. এইচ. মাহমুদ আলী।

রবিবার বিকেল ঘোষিত ৪৬ সদস্যের মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই  দায়িত্ব পান তিনি। সিলেট-১ আসন থেকে বিজয়ী হয়েছেন তিনি।  মোমেন ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। এ ছাড়াও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

এদিকে নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হলেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন এবং উপমন্ত্রী হলেন তিন জন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ নেবেন মন্ত্রিসভার নতুন সদস্যরা।

Leave A Reply

Your email address will not be published.