নতুন মন্ত্রীসভায় যেসব রথী-মহারথী বাদ পড়লেন
ঢাকা: মন্ত্রী কারা হলেন তার চেয়ে বেশি চমক তৈরি হয়েছে বাদ পড়াদের তালিকায় যাদের নাম আছে তাদেরকে নিয়ে।
আগের মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্রী ছিলেন ২৯ জন।যাদের ২৩ জনই এবারের মন্ত্রীসভায় জায়গা পাননি।
এক নজরে দেখে নিন যেসব রথী-মহারথী বাদ পড়লেন-
তোফায়েল আহমেদ (শিল্প), আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম, শাহজাহান খান, আবুল মাল আবদুল মুহিত, আসাদুজ্জামান নূর, নুরুল ইসলাম নাহিদ, এ এইচ মাহমুদ আলী, আনোয়ার হোসেন মঞ্জু, তারানা হালিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুজিবুল হক, আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী (জাতীয় পার্টি), আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, শাহজাহান কামাল, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, ইঞ্জিনিয়ার মোশাররফ, খন্দকার মোশাররফ, নারায়ন চন্দ্র, শামসুর রহমান শরীফ, এমাজ উদ্দিন প্রামানিক, মেহের আফরোজ চুমকি, আরিফ খান জয়, বীরেন শিকাদার, মুজিবুল হক চুন্নু।
এছাড়া আরও বাদ পড়লেন- কাজী কেরামত আলী, মীর্জা আজম, মশিউর রহমান রাং গা (জাতীয় পার্টি), ইসমত আরা সাদেক, লেঃ কর্নেল নজরুল ইসলাম হিরু, মোস্তাফিজার রহমান ফিজার, মতিউর রহমান, নুরুল ইসলাম বিএসসি, নারায়ন চন্দ্র চন্দ, সায়েদুল হক
উল্লেখ্য, সৈয়দ আশরাফুল ইসলাম ও সায়েদুল হক মারা গিয়েছেন।