থাইল্যান্ডে পাবুকের আঘাত, বিমানবন্দর বন্ধ ঘোষণা

305

আর্ন্তজাতিক ডেস্ক: থাইল্যান্ডে শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় পাবুক। ঘন্টায় ৮০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে দক্ষিণের নাখন সি থাম্মারাত প্রদেশে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। ধারণা করা হচ্ছে, তিন দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।

বিবিসি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি দক্ষিণের বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন এলাকার ওপর আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব সতর্কতা হিসেবে আগেই কোহ সামুই, কোহ হাও ও কোহ ফাঙ্গান কয়েক হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণের দুটি প্রধান বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।এ ব্যাপারে থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণাঞ্চলে ঝড়ের প্রভাব বিদ্যমান থাকবে। অনেক এলাকায় প্রবল বৃষ্টি ঢল নামতে পারে। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত লোকজনকে বাড়ির ভেতরে থাকতে অনুরোধ জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.