বিরোধী দলীয় চিফ হুইপ রাঙ্গা
ঢাকা: একাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে মনোনীত করেছেন জাপা প্রেসিডেন্ট এইচ এম এরশাদ।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি শুক্রবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে পাঠানো হয়েছে।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে জাতীয় পার্টি। প্রধান বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।