সিরিয়া সীমান্তে সেনা মোতায়েন তুরস্কের

372

আর্ন্তজাতিক ডেস্ক: সিরিয়া সীমান্তে আবার সামরিক বাহিনী মোতায়েন করেছে তুরস্ক। সম্প্রতি এমনই কিছু ছবি প্রকাশিত হয়েছে। যা দেখে মনে করা হচ্ছে সীমান্ত এলাকায় এই সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। উত্তরের সিরিয়ার কুর্দি অধ্যুষিত এবং কুর্দি শাসিত সীমান্তের কাছে এই ধরণের তৎপরতা চলছে বলে মনে করা হচ্ছে।

মনে করা হচ্ছে, এই অঞ্চলে কোনও ধরণের সামরিক অভিযানের প্রস্তুতি হয়ত গ্রহণ করছে দেশটি। টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে তুর্কি সামরিক যান এবং ভারি কামান সীমান্তবর্তী এলাকায় জড়ো করা হচ্ছে। সিরিয় সীমান্তের কাছে ট্যাংক এবং কামানসহ তুর্কি সামরিক সরঞ্জাম মোতায়েনের তৎপরতার অব্যাহত ভাবে চলছে বলেও জানানো হয়েছে। কলকাতা টুয়েন্টিফোর।

Leave A Reply

Your email address will not be published.