ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দৃঢ় চরিত্রের অধিকারী নন: মিট রমনি

364

আর্ন্তজাতিক ডেস্ক: মিট রমনি, সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও ভাবী মার্কিন সিনেটর, পেশাগত ও ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন। মিট রমনির অভিযোগ, যুক্তরাষ্ট্রের মিত্রদের দূরে ঠেলে দিয়েছেন ট্রাম্প এবং বিভক্ত আমেরিকাকে নেতৃত্ব দেয়ার মতো দৃঢ় চরিত্রের অধিকারী নন তিনি।

মঙ্গলবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে রমনি লিখেছেন, ট্রাম্পের প্রেসিডেন্সির মানের অবনমন ঘটে গত ডিসেম্বরে। প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ও হোয়াইট হাউজের প্রধান কর্মকর্তা জন কেলির পদত্যাগের জন্যও ট্রাম্পকে দোষারোপ করেন রমনি।

মিট রমনি

মিট রমনি আরও লিখেছেন, বড় বড় পদে অনভিজ্ঞদের নিয়োগ, মিত্রদের দূরে ঠেলে দেয়া যারা আমাদের পাশাপাশি লড়ছেন, এবং ‘বিশ্বরাজনীতিতে আমেরিকা দীর্ঘ সময় ধরে প্রতারিত হয়ে আসছে’- প্রেসিডেন্টের এ ধরনের অবিবেচনাপ্রসূত দাবি-ই তার প্রেসিডেন্সিকে খাদের কিনারে নিয়ে গেছে। গত দুই বছরে তার আচরণ বিশেষ করে গত ডিসেম্বরে, এটার প্রমাণ দেয় যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টর দায়িত্ব পালনের যোগ্য নন। 

সূত্র: গার্ডিয়ান

Leave A Reply

Your email address will not be published.