যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান

349

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন প্যাট্রিক শানাহান। তিনি সদ্য পদত্যাগ করা জিম ম্যাটিসের ডেপুটি ছিলেন। তবে তিনি ভারপ্রাপ্ত হিসেবে কাজ শুরু করবেন। আগামী ১ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করবেন। খবর বিবিসির।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে এ ঘোষণা দিয়েছেন। সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারসহ ট্রাম্পের কয়েকটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে মতানৈক্যের জেরে ম্যাটিসের (৬৮) পদত্যাগের পর ট্রাম্পের এ ঘোষণা এলো।

ম্যাটিস তার উত্তরসূরিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফেব্রুয়ারির শেষের দিকে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু ট্রাম্প তার ক্ষমতা হস্তান্তরের দিনক্ষণ এগিয়ে এনেছেন।

ম্যাটিসের পদত্যাগকে মিডিয়া ফলাও করে প্রচার করায় বিষয়টি নিয়ে ট্রাম্প বিব্রত ও ক্ষুব্ধ।

ট্রাম্প টুইটারে জানান, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের অত্যন্ত প্রতিভাবান উপ-প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান ২০১৯ সালের পহেলা জানুয়ারি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।’

ট্রাম্প সিরিয়া ও আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরপরই ম্যাটিস তার পদত্যাগের কথা জানান।

Leave A Reply

Your email address will not be published.