নির্বাচনী দায়িত্ব পালনে ৬১৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

344

ঢাকা: আসন্ন সাধারণ নির্বাচনকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অন্যান্য অপরাধ রোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ক্যাডারের ৬১৪ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এবিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার প্রজ্ঞাপন জারি করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ফৌজদারি কার্যপ্রণালী আইন-২০০৯ এর ১০ (৫) ধারা অনুযায়ী নিয়োগ দেয়া হয়েছে।

তারা ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা পেয়েছেন।

নিয়োগ পাওয়া ম্যাজিস্ট্রেটদের ২৭ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা বিভাগীয় কমিশনারের কাছে যোগদানপত্র জমা দিতে হবে।

Leave A Reply

Your email address will not be published.