ব্রেক্সিট চুক্তিতে ইইউ নেতাদের অনুমোদন

290

আর্ন্তজাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার চুক্তি বা ব্রেক্সিট চুক্তিতে অনুমোদন দিয়েছেন ইইউ নেতারা।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এ তথ্য জানিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক ঘণ্টারও কম সময়ের আলোচনার পর ব্রেক্সিট চুক্তিতে অনুমোদন দেন ইউরোপীয় ইউনিয়নের ২৭ নেতা।

ইউরোপীয় নেতারা যে রোববার ব্রেক্সিট চুক্তিতে অনুমোদন দেবেন তার ইঙ্গিত শনিবারই দিয়েছিলেন ডোনাল্ড টাস্ক। রোববার চুক্তিটি অনুমোদন পাওয়ার পর এক টুইটে এ তথ্যটি তিনিই প্রথম নিশ্চিত করেন।

তবে ইউরোপীয় নেতারা ব্রেক্সিট চুক্তিতে অনুমোদন দিলেও এতে যুক্তরাজ্যের পার্লামেন্টেরও অনুমোদন লাগবে, যে পার্লামেন্টের অনেক সদস্যই এই চুক্তির বিরোধী।

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাবে কি-না সে সিদ্ধান্ত নিতে ২০১৬ সালে সেখানে গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে ৫১ শতাংশ ভোট পড়ে ব্রেক্সিটের পক্ষে। ব্রেক্সিট চুক্তি অনুযায়ী, ২০১৯ সালের ২৯ মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে যুক্তরাজ্য।

Leave A Reply

Your email address will not be published.