আইএসের চেয়েও বড় হুমকি রাশিয়া: ব্রিটিশ সেনাপ্রধান

306

আর্ন্তজাতিক ডেস্ক: ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল মার্ক কার্লটন-স্মিথ মন্তব্য করছেন যে, বর্তমানে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার জন্য আইএস গোষ্ঠীর চেয়েও বড় হুমকি রাশিয়া। বিবিসি।

সম্প্রতি ডেইলি টেলিগ্রাফকে দেওয়া একটি সাক্ষাত্কারে রাশিয়ার ‘অস্বাভাবিক শক্তিমত্তাকে’ দায় দিয়ে দেশের নিরাপত্তা নিয়ে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, রাশিয়ার হুমকির মনোভাবে যুক্তরাজ্য সন্তুষ্ট থাকতে পারে না। রুশরা অন্যদের দুর্বল দিক খুঁজে বের করে সেটিকে কাজে লাগাতে চেষ্টা করে।

এদিকে, সম্প্রতি গুপ্তচরের ওপর নার্ভ গ্যাস প্রয়োগ করা নিয়ে রাশিয়া ও যুক্তরাজ্যের মধ্যে একের পর এক ঘটনা ঘটে চলেছে। চলছে কূটনীতিক বহিষ্কার-পাল্টা বহিষ্কারের খেলা। তাছাড়া, মস্কো থেকে যুক্তরাজ্যের কূটনীতিক আরও কমিয়ে আনতে বলেছে রাশিয়া। এর মধ্যে রয়েছে রাশিয়ায় নিয়োজিত ব্রিটেনের টেকনিক্যাল স্টাফও।

Leave A Reply

Your email address will not be published.