মনোনয়ন হাতে পেয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় যা বললেন প্রার্থীরা

329

ঢাকা: রবিবার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে একাদশ সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ করা হচ্ছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি স্বাক্ষরিত এই মনোনয়ন চিঠি প্রার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে।

কুমিল্লা-১১ আসন থেকে মনোনয়ন পাওয়া রেলপথ মন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের বলেন, ‘আমার নির্বাচনী এলাকা কুমিল্লার চৌদ্দগ্রাম, অর্থাৎ কুমিল্লা-১১ আসন। আমার এলাকায় এখন নৌকার পক্ষে জোয়ার উঠেছে। আমার এলাকার জনগণ এখন বলে- আগামীতে ইনশাআল্লাহ আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর চৌদ্দগ্রামের এমপি মুজিবুল হক।’

মাগুরা-১ আসনের মনোনয়ন পাওয়া প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ সাইফুজ্জামান শেখর বলেন, ‘আমি যে প্রতীক বরাদ্দ পেয়েছি তা এদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত। এই প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাষানী ধারণ করেছেন। এ দেশের কোটি কোটি মানুষ এই প্রতীক বুকে ধারণ করে। আমি এই প্রতীক পেয়ে গর্বিত। আমি সকলের কাছে দোয়া চাই, যাতে আমি নির্বাচিত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারি।’

জামালপুর-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মোজাফফর হোসেন বলেন, ‘আমি আশাবাদী যে জয়ী হব। আমি নতুন প্রার্থী। জনগণ আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.