২৩০ আসনে প্রার্থীদের চিঠি দিচ্ছে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের
ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের শরিকদের জন্য আসন বরাদ্দ রেখে বাকি ২৩০ আসনে প্রার্থীদের আওয়ামী লীগ চিঠি দিচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।
আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে মহাজোটের শরিকদের নিয়ে ৩০০ আসনের প্রার্থী ঘোষণার দেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, অনানুষ্ঠানিকভাবে দলীয় মনোনীত প্রার্থীদের চিঠি দেয়া হচ্ছে। তবে কোনও কোনও আসনে বিকল্প হিসাবে দুই জন প্রার্থীকেও চিঠি দেয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হক হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।