এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

300

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।  রোববার সকাল সাড়ে ১০ টায় ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেয়া শুরু হয়।

এবার প্রথমবারের মতো যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শেখর।  তিনি মাগুরা-১ থেকে নির্বাচন করবেন।  গাজীপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন তরুণ এমপি জাহিদ আহসান রাসেল।

মনোনয়ের চিঠি পেয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা মহিউদ্দিন খান আলমগীর।  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিও মনোনয়নের টিকিট পেয়েছেন।

দলীয় মনোনয়নের চিঠি নিয়ে কার্যালয় থেকে বের হয়েছেন- আসলামুল হক আসলাম (ঢাকা-১৪), সাদেক খান (ঢাকা-১৩), মুজিবুল হক (কুমিল্লা-১১), ইঞ্জিনিয়ার মোজাফফর (জামালপুর-৫), ইঞ্জিনিয়ার এনামুল হক (রাজশাহী-৪), কাজী নাবিল আহমেদ (যশোর-৩),  মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), ডা. মুরাদ হাসান (জামালপুর-৪)।

Leave A Reply

Your email address will not be published.