আদাবরে সংঘর্ষে নিহতের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

285

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে দুই যুবক নিহতের ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা আরিফুর রহমান তুহিনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে আদাবর যুবলীগের আহ্বায়ক তুহিনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

তুহিন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের অনুসারী হিসেবে পরিচিত। গত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে কাউন্সিলর পদে নির্বাচন করে আবুল হাসেম হাসুর কাছে পরাজিত হন তিনি।

উল্লেখ্য, শনিবার সকালে মনোনয়ন নিতে যাওয়ার সময় রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের সমর্থকদের সংঘর্ষের মধ্যে পড়ে ওই দুই যুবক নিহত হয়। নিহতরা হলেন, পথচারী সুজন ও আরিফ।

Leave A Reply

Your email address will not be published.