দুদকের মামলা বাতিলে মির্জা আব্বাসের আবেদন খারিজ

265

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীত দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

অন্যদিকে, মির্জা আব্বাসের পক্ষে ছিলেন এ জে মোহাম্মদ আলী।

Leave A Reply

Your email address will not be published.