নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে জাসদ (ইনু)

337

ঢাকা: জাসদের (ইনু) দলীয় প্রতীক মশাল। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মশাল নয়, নৌকা প্রতীকে লড়াই করবেন জাসদের (ইনু) প্রার্থীরা। এজন্য রবিবার দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হয়েছে।

গতকাল শনিবার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। দলীয় সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনের জন্য মনোনয়নপত্র কিনে এ বিক্রির কার্যক্রম শুরু করেন।

১৫ নভেম্বর জাসদের পার্লামেন্টারি বোর্ড চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.