মনোনয়নপত্র কিনলেন সাবেক গভর্নর ড. ফরাস উদ্দীন

322

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে (মাধবপুর ও চুনারুঘাট) আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন।

রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ড. ফরাস উদ্দিন বলেন, দলীয় মনোনয়ন পেলে নৌকার বিজয় নিশ্চিত করে সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চল মাধবপুর ও চুনারুঘাটকে সুন্দর করে সাজাতে চান। একই সঙ্গে তিনি দেশের উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে চান।

এর আগে, রবিবার সকাল ১০টা থেকে তৃতীয় দিনের মতো দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

Leave A Reply

Your email address will not be published.