বিজিবির রামু সদর দফতর উদ্বোধন প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক: কক্সবাজারের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবগঠিত রামু রিজিয়ন সদর দফতরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুরের দু’টি ব্যাটেলিয়ানেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে বিজিবি সদর দফতরে উপস্থিত থেকে তিনি পতাকা উত্তোলনের মাধ্যমে সদর দফতর ও ব্যাটেলিয়ানের উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকে বিজিবির সদর দফতরের চৌহদ্দিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির একটি সুসজ্জিত দল সামরিক রীতিতে কুচকাওয়াজের মাধ্যমে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায়। এরপর দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে বিজিবি, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
এ উপলক্ষে বিজিবি সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে পিলখানাস্থ বীর উত্তম ফজলুল রহমান খন্দকার মিলনায়তনে বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা এবং সদস্যদের নিয়ে দরবারে মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।