কেমন রাজা হবেন জানালেন প্রিন্স চার্লস

245

আর্ন্তজাতিক ডেস্ক: প্রিন্স চার্লস জানিয়েছেন, ব্রিটেনের রাজা হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি কর্তৃত্ববাদী শাসক হবেন না। কারণ তিনি ‘ততটা অপদার্থ নন’। নিজের ৭০তম জন্মদিন উপলক্ষ্যে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে প্রিন্স চার্লস এসব তথ্য জানান।

বর্তমানে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। সিংহাসনের উত্তরাধিকারের দিক দিয়ে প্রথমেই আছেন তার ছেলে প্রিন্স চার্লস। সিংহাসনের উত্তরাধিকারী ও রাজা হিসেবে দায়িত্বপালন; দুইটা ভূমিকার পার্থক্য নিয়ে জানতে চাইলে প্রিন্স চার্লস বলেন, আমি মনে করি নির্দিষ্ট একটা সময়ে একজন শাসকই থাকবেন, দু’জন নন। তাই দুই ভূমিকা কখই এক নয়। রাজা হলে আমি একই থাকবো- এ ধরনের কথাবার্তা পুরোপুরি অর্থহীন। কারণ দুইটা ভূমিকা- দুই পরিস্থিতি পুরোপুরিভাবে আলাদা।

প্রিন্স চার্লস আরও বলেন, আমি যা করেছি রাজা হওয়ার পর স্পষ্টতই আমি তা করতে পারবো না। আর সিংহাসনের উত্তরাধিকারী থাকাকালেও আপনাকে সংবিধানের বিধি অনুসরণ করে চলতে হবে।
সূত্র: স্কাই নিউজ

Leave A Reply

Your email address will not be published.