কানাডায় রানওয়ে থেকে ছিটকে পড়ল ‘বোয়িং ৭৪৭’ কার্গো

285

আর্ন্তজাতিক ডেস্ক: কানাডার পূর্বাঞ্চলীয় হালিফেক্স বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি ‘বোয়িং ৭৪৭’ কার্গো। এতে এর চার ক্রু সামান্য আঘাত পেয়েছেন। ঘটনার পর কিছু সময় রানওয়ে বন্ধ রাখতে হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে প্রাথমিক দুর্ঘটনার কারণ জানা যায়নি।

জানা যায়, স্থানীয় সময় বুধবার ভোর ৫টার কিছু সময় পর স্কাই লিজ কার্গো বিমানটি তার নির্ধারিত সময়ে বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনায় পড়ে। চালানের মালামাল নিয়ে কার্গোটির চীনের উদ্দেশে উড্ডয়নের শিডিউল ছিলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত ছবিতে দেখা যায়, প্লেনের পেট রানওয়ের বাইরে বের হয়ে রয়েছে।

আর দুর্ঘটনায় আহত প্লেনের চার ক্রু-কে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি

Leave A Reply

Your email address will not be published.