সমকামী গভর্নর নির্বাচিত হচ্ছে যুক্তরাষ্ট্রে

308

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে প্রকাশ্যে নিজেকে সমকামী ঘোষণাকারী প্রথম ব্যক্তি হিসেবে গভর্নর নির্বাচিত হতে যাচ্ছেন ডেমোক্রেট দলের জারেড পোলিস।

গণমাধ্যমের খবরে বলা হয়, জারেড পোলিস ওই রাজ্যে শতকরা ৫২ ভাগ ভোট পেয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ওয়াকার স্ট্যালেটন পেয়েছেন শতকরা ৪৫ ভাগ ভোট।

জারেড পোলিস ২০০৯ সাল থেকে প্রতিনিধি পরিষদের একজন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। নিজের যৌন জীবন নিয়ে তিনি প্রকাশ্যে কথা বলেছেন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার মতপার্থক্যের বিষয়গুলোতে প্রকাশ্যে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রথম এলজিবিটি গভর্নর নির্বাচিত হন অরিগন রাজ্য থেকে। তার নাম কেট ব্রাউন। সূত্র: সিএনএন, এপি, এবিসি

Leave A Reply

Your email address will not be published.