উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

306

আর্ন্তজাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ নেতা কিম ইয়োং চোলের সঙ্গে আগামী বৃহস্পতিবার নিউইয়র্কে এক বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। দেশটির পররাষ্ট্র দপ্তর আজ এ খবর জানিয়েছে। খবর রয়টার্স।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, দুই নেতা সিঙ্গাপুর শীর্ষ সম্মেলনের যৌথ বিবৃতির চারটি স্তম্ভের সবগুলোর অগ্রগতির ব্যাপারে আলোচনা করবেন। এর মধ্যে কোরীয় উপদ্বীপে একটি চূড়ান্ত, পূর্ণাাঙ্গ ও যাচাইযোগ্য পরমাণু নিরস্ত্রীকরণ অর্জনের বিষয়টিও রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.