চালু হল মার্কিন ডলারের বিকল্প ‘এসপিভি’

333

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চুক্তি বাতিল করে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইরানের তেল রফতানি শূন্যের কোটায় নামিয়ে আনতেই এই সিদ্ধান্ত। দেশটির সাত শতাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান, জ্বালানি, ব্যাংক, জাহাজ এবং বিমান খাত এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।

সোমবার থেকেই কার্যকর হয়েছে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর এই নিষেধাজ্ঞা।

তবে এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছে আটটি দেশ। তাদের মধ্যে রয়েছে ইতালি, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং চীন।

এদিকে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার কঠোর বিরোধিতা করেছে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি।

২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সম্পাদিত চুক্তির অংশীদার এই তিন দেশ। দেশ তিনটি এখনও ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণুচুক্তি মেনে চলতে অঙ্গীকারাবদ্ধ।

ফলে মার্কিন নিষেধাজ্ঞা তারা মানবে এবং ইরানের সঙ্গে প্রয়োজনীয় বাণিজ্য অব্যাহত রাখতে ইউরোপীয় কোম্পানিগুলোকে সাহায্য করবে।

ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের জন্য এই তিনটি ইউরোপীয় দেশ স্পেশাল পারপাজেস ভেহিকেল বা ‘এসপিভি’ নামে বিকল্প একটি লেনদেন ব্যবস্থা চালু করেছে।

-বিবিসি বাংলা অবলম্বনে

Leave A Reply

Your email address will not be published.