বিমানের যন্ত্রাংশ নিয়ে বিপাকে ইরান
আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিমানের যন্ত্রাংশ নিয়ে বিপাকে পড়েছে ইরান। সরকারি বিমান সংস্থা ‘ইরান এয়ার’ এর পুরাতন হয়ে যাওয়া বহর নবায়নের জন্য নতুন বিমান কিনতে চায় দেশটি। কিন্তু যুক্তরাষ্ট্রের ঘোষিত নিষেধাজ্ঞার কারণে কিনতে পারছে না ইরান।
কেননা, অধিকাংশ আধুনিক বিমানের ১০ শতাংশের বেশি যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রের তৈরি এবং সেই সূত্রে ইরানের কাছে বিমান বিক্রির জন্য প্রয়োজন মার্কিন অনুমোদনের। যুক্তরাষ্ট্র সে অনুমোদন রদ করে দিয়েছে।
এমন অবস্থায় রাশিয়ার কাছ থেকে যাত্রীবাহী বিমান কিনতে পারে ইরান। কিন্তু রাশিয়ার তৈরি যাত্রীবাহী বিমানেও ১০ শতাংশের বেশি মার্কিন যন্ত্রাংশ রয়েছে!
তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের কাছে শ’খানেক বিমান বিক্রির সম্ভাবনার কথা মাথায় রেখে রাশিয়া তাদের যাত্রীবাহী বিমানে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের যন্ত্রাংশের পরিমাণ দশ শতাংশের নিচে নামিয়ে আনার কথা ভাবছে।