দু’টির বেশি সন্তান হলে অদ্ভুত ‘শাস্তি’র নির্দেশ বাবা রামদেব’র

325

আর্ন্তজাতিক ডেস্ক: আবারও একটি মন্তব্যের জেরে খবরের শিরোনামে ভারতের যোগগুরু রামদেব। জানা গেছে, রামদেব বলেছেন, যে সব দম্পতিদের দু’টির বেশি সন্তান রয়েছে, তাদের ভোটাধিকার থাকা উচিত নয়।

এখানেই থামেননি যোগগুরু। বাবা রামদেব বলেছেন, যারা অবিবাহিত তাদের বিশেষ সম্মান দেওয়া উচিত। রামদেবের কথায়, ‘‘এদেশে যারা বিয়ে করেন না, তাদের সম্মানিত করা উচিত। আর যে দম্পতিরা বিয়ে করেন, তাদের সাবধান করে দেওয়া উচিত যে, দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না।’’

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ একটি সভায় বলেন, প্রত্যেক নারীদের অন্ততপক্ষে ৪টি সন্তান থাকা উচিত। তার মধ্যে একজনকে সাধুদের কাছে দিয়ে দেওয়া উচিত, আর একজনকে দেশের হয়ে লড়তে সীমান্তে পাঠানো উচিত। এবার রামদেব বললেন একেবারে অন্য কথা।

Leave A Reply

Your email address will not be published.