ইতালিতে বৃষ্টিপাত ও ঝড়ো আবহাওয়ায় ২০ জনের মৃত্যু

407

আর্ন্তজাতিক ডেস্ক: ইতালিতে সপ্তাহব্যাপী চলমান ঝড় ও বজ্রপাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংস হয়ে গেছে এক কোটি ৪০ লাখ গাছসহ কয়েক হাজার হেক্টর বনভূমি। নিহত ব্যক্তিদের মধ্যে ইতালির নাগরিক ছাড়াও একজন জার্মান পর্যটক রয়েছেন। অধিকাংশই ঝড়ে গাছ পড়ে মারা গেছেন। এছাড়া বজ্রপাতেও কয়েকজনের মৃত্যু হয়েছে।

দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে শুরু হওয়া বিরূপ আবহাওয়ার কারণে দেশটিতে এ ধ্বংসযজ্ঞ নেমে এসেছে। গত বৃহস্পতিবার পাবর্ত্যাঞ্চলীয় দোলোমাইস রেঞ্জের ভেনেতো এলাকায় সৃষ্ট ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ইতালির আবহাওয়া অধিদফতর এক বিবৃতিতে চলমান পরিস্থিতিতে ‘খুবই গুরুতর’ অ্যাখা দিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.