কিছুই করি নাই, তাতে যে অবস্থা: মান্না

284

ঢাকা: জোটের সাত দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জাতীয় ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, “কিছুই করি নাই, তাতে তাদের যে অবস্থা। কিছু করলে কী হবে? পরশুদিন সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের জনসভা। এদিন আমরা আর বড় করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।”

রবিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় মানবাধিকার আন্দোলনের প্রথম প্রতিনিধি সম্মেলনে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

আলোচনার মাধ্যমে সমাধানের পথ বেছে নিতে সরকারকে আহ্বান জানিয়ে মান্না বলেন, “যদি মনে করেন, গতবারের ৫ জানুয়ারির মতো করে একটা ওয়াকওভার নিয়ে চলে যাবেন। এই বার কোনো ওয়াকওভার পাবেন না। এবার আপনাদেরকে সর্বক্ষেত্রে লড়াইয়ের মোকাবেলা করে যেতে হবে।”

জনসভা করার অনুমতির বিষয়ে মান্না বলেন, ‘এটা কোনো মহানুভবতা নয়। জনসভা করা আমার অধিকার।”

Leave A Reply

Your email address will not be published.