সৌদি বিমান ঘাঁটিতে ইয়েমেনি ড্রোন হামলা

289

আর্ন্তজাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সহযোগিতায় দেশটির সামরিক বাহিনী সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। দারিদ্রপীড়িত দেশটির ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত আগ্রাসনের জবাবে ইয়েমেনি বাহিনী এ হামলা চালিয়েছে।

আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছেন, সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে অবস্থিত কিং খালিদ বিমান ঘাটিতে ইয়েমেনি বাহিনী কাসেফ-১ মনুষ্যবিহীন জঙ্গিবিমান দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানায় আল দুলাইমি বিমান ঘাঁটি এবং এর আশপাশ এলাকায় বর্বরোচিত বিমান হামলা চালানোর পর সৌদি অবস্থানে ড্রোন হামলা চালানোর খবর এলো।

জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল একবারিয়াকে শুক্রবার বলেন, ইয়েমেনের হুথি যোদ্ধারা ওই ঘাঁটি থেকে আমাদের অবস্থানে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর কারনে সেখানে বিমান হামলা চালানো হয়েছে।

আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সৌদি জোট ৩০ বারেরও বেশি আল দুলাইমি বিমান ঘাঁটি এবং এর আশপাশে বিমান হামলা চালিয়েছে।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েক আরব মিত্রদেশকে সঙ্গে নিয়ে ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং শরণার্থীতে পরিণত হয়েছে লক্ষ লক্ষ  ইয়েমেনি।

Leave A Reply

Your email address will not be published.