আর্ন্তজাতিক ডেস্ক: নির্বাচনী প্রচারণায় হলিউড তারকাদের সংশ্লিষ্টতার ধারাবাহিকতায় মাঠে নেমেছেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী টেইলর সুইফট।
এ ক্ষেত্রে সামাজিক মাধ্যম ইনস্ট্রাগ্রামে নিজের মতামত ব্যক্ত করছেন তিনি। এখানে কয়েক কোটি ভক্ত ও অনুসারী রয়েছে। গত সপ্তাহেই প্রথমবারের মতো কোনো রাজনীতিকের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট দেন। এরপর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৬৫ হাজার মানুষ নতুন ভোটার হিসেবে নিবন্ধন করেছেন।
হলিউডরিপোর্টারডটকম জানায়, আসন্ন নির্বাচনে টেনেসির ডেমোক্র্যাটিক প্রার্থী ফিল ব্রেডেনসেন ও জিম কুপারের জন্য প্রচারণার সিদ্ধান্ত নিয়েছেন টেইলর। ইনস্ট্রাগ্রামে নিজের পোস্টে তিনি বলেন, ‘প্রার্থী হিসেবে ব্রেডেনসেন নিজেকে উপযুক্ত ও বিশ্বাসযোগ্য হিসেবে প্রমাণ করেছেন।’
সেই সঙ্গে ব্রেডেনসেনের বিপরীতে রিপাবলিকান প্রার্থী মার্শা ব্ল্যাকবার্নের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন।
পোস্টে তিনি লেখেন, “মার্শা ব্ল্যাকবার্নের জনপ্রিয়তা খুবই বাজে আর ভোট পাওয়ার হার খুবই ভয়ানক। তিনি নারী-পুরুষের সমতা চান না। এমনকি নারীদের সমান মজুরি পাওয়ার বিরুদ্ধে ভোট দিয়েছেন।
নারী নির্যাতনের পক্ষে তার অবস্থান। এজন্য নারী নির্যাতনবিরোধী আইন ‘ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যাক্ট’র পক্ষে ভোট দিয়েছেন তিনি।”
আসন্ন মধ্যবর্তী নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হচ্ছে টেনেসিকে। রিপাবলিকান সিনেটর বব কর্কার রাজনীতি থেকে অবসরে যাওয়ায় তার জায়গায় মার্শা ব্ল্যাকবার্নকে বেছে নিয়েছেন।
এই আসনে ব্ল্যাকবার্ন ও ব্রেডেনসেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।