ডিএমপি কমিশনারের সঙ্গে সিইসির বৈঠক
নিরাপত্তার বিষয়ে কথা বলতে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় ঢাকা মেট্রোপলিটন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার।
শনিবার (৩ নভেম্বর) সকাল ১১ টার পরে ঘণ্টা খানেক এ বৈঠক চলে আগারগাওস্থ নির্বাচন ভবনে। বৈঠকে চার নির্বাচন কমিশনাররা ছিলেন না।
সিইসি কে এম নূরুল হুদা, ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে এ বৈঠকে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ ৭ সদস্যের পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ডিএমপি কমিশনার কথা বলতে চান নি। তিনি জানান, এ বিষয়ে ইসি সচিব মহোদয় কথা বলবেন।
পরে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, “একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন, সিইসি, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা ও তফসিল পরবর্তী পেট্রোপলিটন এলাকার আইন শৃ্ঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে এসেছিলেন ডিএমপি প্রতিনিধি দল।“
বৈঠকের আগে পুলিশের একজন কর্মকর্তা জানান, “সংসদ নির্বাচনের তফসিল পরবর্তী সময়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিইসি হয়তো ডিএমপিকে নির্দেশনা দিতে পারেন।“ তফসিলের আগে এটি একটি রুটিন সাক্ষাৎ বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিবার তফসিলের আগে ইসির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ডিএমপির সঙ্গে বৈঠকের রেওয়াজ রয়েছে।
সর্বশেষ দশম সংসদ নির্বাচনের আগে নিরাপত্তা জোরদার করা হয়।
বিএনপির ভোট বর্জন ও নৈরাজ্যের মধ্যে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন ২০১৩ সালের ২৫ নভেম্বর বাড়তি পুলিশ ও র্যাব সদস্যদের শেরে বাংলা নগরে কমিশনের আশেপাশে সতর্ক থাকতে দেখা যায়। কমিশনের পাশেই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পাশে ছিল পুলিশের সাঁজোয়া যান।
কমিশনের প্রধান ফটকে পুলিশি পাহারার পাশাপাশি বসানো হয় আর্চওয়ে। পরিকল্পনা চত্বরের বাইরে ও প্রবেশ পথেও পুলিশ মোতায়েন করা হয়।
তবে এবার পরিস্থিতি ভিন্ন।
কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ৫ সদস্যের বর্তমান ইসি আগারগাঁওস্থ নব নির্মিত নির্বাচন ভবনে বসেন। অত্যাধুনিক সুবিধা সম্বলিত এ ভবনে নিরাপত্তা ব্যবস্থাও সুদৃঢ়।
মনোনয়ন দাখিল, বাছাই, প্রত্যাহারের শেষ সময় এবং প্রতীক বরাদ্দ শেষে প্রচারের পর্যাপ্ত সময় দিয়ে তফসিল ঘোষণা থেকে ভোটের দিন পর্যন্ত ৪০-৪৫ দিন ব্যবধান রাখা হয়ে থাকে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, প্রথম সংসদ নির্বাচনে ভোটের আগে ৬০ দিন, দ্বিতীয় ৫৪ দিন, তৃতীয় ৪৭ দিন, ৪র্থ ৬৯ দিন পঞ্চম ৭৮ দিন, ষষ্ঠ ৪৭ দিন, সপ্তম ৪৭ দিন, অষ্টম ৪২ দিন, নবম সংসদ নির্বাচন ৪৭ দিন ও দশম সংসদ নির্বাচনে ৪২ দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণা করেছিল কমিশন।
এরমধ্যে নবম সংসদ নির্বাচনেও ৪৭ দিন সময় নিয়ে ভোটের তফসিল ঘোষণা করা হয়। ২০০৮ সালের ২ নভেম্বর তফসিল করে ১৮ ডিসেম্বর ভোটের তারিখ রাখা হয়।
পরবর্তীতে তিন দফা পরিবর্তন করে শেষবার ৩৭ দিন সময় দিয়ে ২৯ ডিসেম্বর ভোট করা হয়।
সর্বশেষ দশম নির্বাচনে ৪২ দিন সময় নিয়ে তফসিল ঘোষণা করা হয় ২৫ নভেম্বর ২০১৩ সালে; ভোটের তারিখ ছিল ৫ জানুয়ারি ২০১৪।