ড. কামাল হোসেন সংবিধান প্রণেতা নন: ডেপুটি স্পিকার

357

ঢাকা: ড. কামাল হোসেন সংবিধান প্রণেতা নন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। বর্তমান সংসদের শেষ অধিবেশনে রোববার তিনি এ মন্তব্য করেন।

ফজলে রাব্বী মিয়া বলেন, অনেকেই বলে থাকেন (ড. কামাল হোসেন সংবিধান প্রণেতা), কিন্তু আমি বলতে চাই, আমি আগেও বলতে চেয়েছি; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড. কামাল হোসেনকে গণপরিষদে পাঠিয়েছিলেন। সেখানে আরো অনেক সদস্য ছিলেন। উনি ছিলেন সেই কমিটির চেয়ারম্যান। উনি বঙ্গবন্ধুর অনুকম্পায় চেয়ারম্যান হয়েছিলেন। উনি না হয়ে সেখানে অন্যকোনো ব্যারিস্টারও থাকতে পারতেন।

ডেপুটি স্পিকার বলেন, আজ হয়তো আমার শেষ বক্তৃতা। তাই আমি এই বক্তব্য জাতীয় সংসদে রেকর্ড রাখতে চাই।

Leave A Reply

Your email address will not be published.