ইতালির রোমে কানেক্ট বাংলাদেশ’র ৩ দিন ব্যাপী সম্মেলন সমাপ্ত

335

ইতালি প্রতিনিধি: ইতালির রোমে কানেক্ট বাংলাদেশ’র তিন দিন ব্যাপী রোম সম্মেলন শুক্রবার শুরু হয়ে ২৮ আক্টোবর রবিবার সমাপ্ত হয়েছে। ‘বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে কানেক্ট বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্টজনরা অংশগ্রহন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংগঠনিক বিষয় ছাড়াও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, দ্বৈত  নাগরিকত্ব আইনের প্রবাসীদের স্বার্থ বিরোধী ধারা বাতিল, প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সম সাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্মেলনে আলোচনা করা হয়।

উদ্বোধনী প্রথম অধিবেশনে ইতালির সমন্বয়ক  নুরুল আমিনের সভাপতিত্বে ও শামসুল আলম পাখীর পরিচালনায় বক্তব্য রাখেন লুৎফা হাসিন রজী,মনসুর চৌধুরী,আখী সীমা কাওসার,সিব্বির আহমেদ,সিকদার গিয়াস উদ্দিন সহ আরো অনেকে।

কানেক্ট বাংলাদেশের রোম সম্মেলনে দ্বিতীয় দিন সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক রূপরেখা নিয়ে উম্মুক্ত আলোচনা ও গঠনতন্ত্র ঘোষণা প্রণয়ন করা হয়। গঠনতন্ত্রের প্রত্যেকটি ধারা উপধারা নিয়ে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সদস্যদের মতামতের ভিত্তিতে আলোচনা শেষে খসড়া চূড়ান্ত করা হয় ।

প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন দিলীপ কর্মকার (কানাডা)। উপস্থাপনায় ছিলেন  আসাদুজ্জামান চৌধুরী  (সুইডেন)। দ্বিতীয় অধিবেশন সভাপতিত্ব করেন  লুৎফা হাসীন রোজী (যুক্তরাষ্ট্র )। উপস্থাপনায় হারুনুর রশিদ (জার্মানি )। এ সময় উপস্থিত ছিলেন নুরুল আমিন  (ইংল্যান্ড ), এডভোকেট শিবলী সাদিক  (ইংল্যান্ড), মুজিবুর রহমান  (ইতালি), শামসুল  হক পাখি (ইতালি),  ডাঃ  গিয়াস উদ্দিন আহমেদ (ইংল্যান্ড), মনসুর চৌধুরী (প্যারিস), এডভোকেট শিব্বির আহমেদ (ইংল্যান্ড) , মোহাম্মদ ইলিয়াস মিয়া (কানাডা) , ডাঃ সাইদুর রহমান লস্কর (ইতালি),  এডভোকেট আবদুল নূর দুলাল  (সুপ্রিম কোর্ট , বাংলাদেশ), শিকদার গিয়াস উদ্দিন (আমেরিকা),  কাজী আসাদুজ্জামান (সুইজারল্যান্ড), হাকিকুল ইসলাম খোকন (যুক্তরাষ্ট্র) ,আবছার হোসাইন  (স্পেন) ,আঁখি সীমা কাওসার (ইতালি), এবি এম সালেহ উদ্দিন কবি , সাংবাদিক কলামিস্ট (আমেরিকা), জাফর আজাদ , ফ্রান্স  শাহ আলম  (ইতালি), নূরুন্নবী আলী (ইংল্যান্ড), কবি বাবুল তালুকদার (ইংল্যান্ড), এডভোকেট রওশন আরা (ইতালি), এডভোকেট কামরুজ্জামান (ইতালি) ,
কাজী জাকারিয়া (ইতালি), আবু তাহের আই টি বিশেষজ্ঞ  (সুইডেন), শাহীন কাওসার (সাংবাদিক,  ইতালি),  জমির হোসেন  (যুগান্তর প্রতিনিধি, ইতালি)।

শেষ দিন রোমের সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের লক্ষ্য এবং  উদ্দেশ্য তুলে ধরা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ প্রতিনিধি, বাংলা প্রেস ক্লাব ইতালির সাধারন সম্পাদক রিয়াজ হোসেন উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.