পার্বত্য চট্টগ্রামে আর কোন সংঘাত নয় : প্রধানমন্ত্রী

308

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন এবং পার্বত্য চট্টগ্রামে (সিএইচটি) ভূমি বিরোধ নিরসনে ভূমি কমিশনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

রবিবার বিকেলে রাজধানীর বেইলী রোডে শেখ হাসিনা চট্টগ্রাম হিল ট্রাক্টস্ কমপ্লেক্স-এর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামে আর কোন অশান্তি ও সংঘাত চাই না। আমরা চাই ওই অঞ্চলের লোকের ভালো থাকুক এবং সেখানে শান্তি বজায় থাকুক।

তিনি বলেন, শান্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামসহ দেশ সমৃদ্ধি অর্জন করবে। শান্তির পথেই অগ্রগতি অর্জিত হয়।

Leave A Reply

Your email address will not be published.