এই মুহূর্তে সড়ক পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই: কাদের

337

ঢাকা: পরিবরহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই মুহূর্তে আইন (সড়ক পরিবহন আইন) পরিবর্তন করার কোনো সুযোগ নেই। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে বলতে চাই, ধর্মঘাট প্রত্যাহার করুন। মানুষকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই।

রোববার রাজধানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। পরিবরহন শ্রমিকদের ধৈর্য্য ধরার পরামর্শ দিয়ে কাদের বলেন, তাদের অপেক্ষা করতে হবে। কোনো ন্যায়সংগত দাবি থাকলে পরে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে।

আট দফা দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এর ফলে সারাদেশে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

শ্রমিকদের দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা, দুর্ঘটনায় চালকের পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাতিল, চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি পর্যন্ত করা, ৩০২ ধারার মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, পুলিশি হয়রানি বন্ধ, ওয়ে স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল এবং গাড়ি নিবন্ধনের সময় শ্রমিক ফেডারেশন প্রতিনিধির প্রত্যয়ন বাধ্যতামূলক করা।

দাবি না মানলে ৩০ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা।

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্ট হা-হুতাশ করছে। অপজিশনের কাজই হলো ক্রিটিসাইজ করা। তারা সাত দফা দাবি দিয়েছে। এই মুহূর্তে সাত দফা মেনে নিতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। যা কোনো অবস্থাতেই সম্ভব না। এ  দাবির ব্যাপারে তারা যদি স্ট্রাইক করেন, তাহলে অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে এখন শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। যেটা তাদের দরকার একটা নিরোপেক্ষ নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশন পুনর্গঠনের কোনো সুযোগ নেই।

Leave A Reply

Your email address will not be published.