উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের মহড়া

342

আর্ন্তজাতিক ডেস্ক: আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে তাইওয়ান প্রণালীতে সোমবার দু’টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যেই এই পদক্ষেপ নিলো ওয়াশিংটন।

জানা গেছে, জাহাজ দু’টি তাইওয়ান প্রণালীতে মহড়া দিচ্ছে। এটা চলতি বছরে দ্বিতীয়বারের মতো মহড়া।

এদিকে এ ব্যাপারে প্রশান্ত মহাসাগরের মার্কিন কমান্ডের উপ-মুখপাত্র নেটে ক্রিসটেনসেন বলেন, প্রশান্ত মহাসাগরকে স্বাধীন ও মুক্ত করতে মার্কিন যুদ্ধজাহাজ মহড়া দিচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোন স্থানে মার্কিন নৌবাহিনী মহড়া চালাবে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: রয়টার্স

Leave A Reply

Your email address will not be published.